শ্রমিক অসন্তোষে সাভারের ১০ পোশাক কারখানা বন্ধ

সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির ঘোষণা প্রত্যাখান করেছেন ঢাকার সাভারের আশুলিয়ার শ্রমিকরা। বাৎসরিক ১৫ শতাংশ ইনক্রিমেন্টের দাবিতে সেখানে দ্বিতীয় দিনের মতো শ্রমিক অসন্তোষ চলছে। এর জেরে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অন্তত ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়া শিল্পাঞ্চলের নরসিংহপুরসহ আশেপাশের এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কারখানায় প্রবেশ করেন। তারা সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট প্রত্যাখ্যান করে বাৎসরিক ১৫ শতাংশ ইনক্রিমেন্টের দাবিতে কর্মবিরতি পালন শুরু করে।

এ অবস্থায় ওই এলাকার অন্তত ১০টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। এ ছাড়া শ্রম আইনের ১৩ এর ১ ধারায় বন্ধ রয়েছে আরও ছয়টি কারখানা।

এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মাহবুবুল হক সজীব বলেন, ‘শ্রমিক অসন্তোষের জেরে কোনো ধরনের সংঘর্ষ বা ভাঙচুরের ঘটনা না ঘটলেও যেকোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন হয়েছে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh