Logo
×

Follow Us

Unknown

যাবতীয় অনিষ্ট ও রোগ থেকে বাঁচার দোয়া

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯, ১৩:১৩

যাবতীয় অনিষ্ট  ও রোগ থেকে বাঁচার দোয়া

প্রতীকী ছবি।

ইসলাম হলো শান্তির ধর্ম। কোরআন ও হাদিসে জীবনে শান্তি ও শৃঙ্খলা আনয়নের সকল দোয়ার উল্লেখ রয়েছে। যাবতীয় অনিষ্ট, শত্রুকে মোকাবেলা করাসহ আরো অনেক আমলও রয়েছে।

যাবতীয় খারাপ ও অনিষ্ট থেকে বেঁচে থাকার জন্য যে দোয়া পড়বেন তা হলো: 

উচ্চারণ: ‘বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউং ফিল আরদি ওয়ালা ফিস সামা-ই ওয়া হুয়াস সামিউল আলিম’

অর্থ: আল্লাহ তাআলার নামে যাঁর নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।

ফজিলত: হজরত ওসমান বিন আফফান (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যা তিনবার এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে সব প্রকার বিপদ-আপদ থেকে রক্ষা করবেন। অন্য বর্ণনায় আছে, আল্লাহ তাআলা তাকে সব প্রকার রোগব্যাধি থেকে হেফাজত করবেন। (তিরমিজি ২/১৭৬)

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫