Logo
×

Follow Us

Unknown

নামাজ পড়া অবস্থায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯, ২৩:০০

নামাজ পড়া অবস্থায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নামাজ পড়া অবস্থায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু। ফাইল ছবি

নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পরলেন মাদ্রাসার ছাত্র আব্দুল আজিজ। গতকাল সোমবার জোহরের নামাজের দ্বিতীয় রাকাতে সিজদারত অবস্থায় জামিয়া ইসলামিয়া মোজাফফারুল উলূম মুরাদনগর মাদ্রাসার কাফিয়া জামাতের ছাত্র আজিজ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৭ বছর।

আজিজের গ্রামের বাড়ি মুরাদনগরের কামারচরে। বাবা আমীর হোসেন। পরিবারে দুই ভাই চার বোনের মাঝে আজিজ মাদ্রাসায় পড়াশোনা করতো। বাদ মাগরিব জানাজা শেষে গ্রামের কবরস্থানে আজিজের লাশ দাফন করা হয়। নামাজরত অবস্থায় আজিজের মুত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাদ্রাসার পরিচালক মুফতী আমজাদ হোসাইন বলেন, আজীজ ছিল খুবই ভদ্র ছেলে। পড়াশোনার প্রতি তার দারুন আগ্রহ ছিল। সব ওস্তাদই ছেলেটিকে ভালোবাসতেন। তিনি আজিজের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫