Logo
×

Follow Us

প্রবাস

মাঝ আকাশে বাংলাদেশির মৃত্যু

Icon

প্রবাস ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫২

মাঝ আকাশে বাংলাদেশির মৃত্যু

‘ফ্লাইদুবাই’ এয়ারলাইন্স। ছবি: সংগৃহীত

ঢাকাগামী ‘ফ্লাইদুবাই’ এয়ারলাইন্সের একটি বিমানে এক বাংলাদেশি (৫৯) যাত্রী মারা গেছেন।

গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) জরুরিভিত্তিতে ‘এফজেড-৫২৩’ ফ্লাইটটি পাকিস্তানের করাচির দিকে ঘুরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ফ্লাইদুবাইয়ের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর শোক জানানো হয়েছে।

এয়ারলাইন্সের এক মুখপাত্র দুবাইভিত্তিক খালিজ টাইমসকে এ তথ্য জানান।

পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, ফ্লাইদুবাইয়ের এক বাংলাদেশি যাত্রী হার্ট অ্যাটাকে মারা গেছেন। শনিবার জরুরি অবতরণের পর স্বাস্থ্য পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। তার পরিচয় জানা যায়নি।

এই মাসের শুরুর দিকে সিডনি থেকে দুবাই যাওয়ার পথে মেডিক্যাল জরুরির কারণে এমিরেটসের একটি ফ্লাইট অস্ট্রেলিয়ার পার্থে অবতরণ করে। অন্য একটি ঘটনায়, মিড এয়ার মেডিক্যাল ইমার্জেন্সি দেখা দেওয়ায় একই এয়ারলাইন্সের ব্রাসেলগামী একটি ফ্লাইট ইরাকি শহর ইরবিলে অবতরণ করানো হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫