Logo
×

Follow Us

প্রবাস

সুদান থেকে প্রথম দফায় ফিরছেন ১৩৫ প্রবাসী

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ মে ২০২৩, ১৩:৩৩

সুদান থেকে প্রথম দফায় ফিরছেন ১৩৫ প্রবাসী

সুদানে প্রায় ১৫০০ বাংলাদেশি রয়েছেন। ছবি: সংগৃহীত

সুদান থেকে বিমানে করে প্রথম দফায় ১৩৫ জন প্রবাসী বাংলাদেশিকে সৌদি আরবের জেদ্দায় নেয়া হচ্ছে। সেখান থেকে তাদেরকে বাংলাদেশে আনা হবে। 

আজ রবিবারই (৭ মে) পোর্ট সুদান থেকে সৌদি সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে করে বাংলাদেশিদের জেদ্দায় নেয়া হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। 

গত ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। দুই সপ্তাহের ভয়াবহ এ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচশোর বেশি মানুষ। এদের মধ্যে বেসামরিক লোকজন ছাড়াও জাতিসংঘ কর্মী এবং মিশরের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা রয়েছেন।

প্রাণঘাতী সংঘাতের শুরু থেকেই সেখানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয় সরকার। 

সুদানে প্রায় ১৫০০ বাংলাদেশি রয়েছেন; যাদের মধ্যে প্রায় ৭০০ জন দেশে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫