Logo
×

Follow Us

প্রবাস

ইতালিতে ভেসেন্সা মেয়রকে বাংলাদেশিদের শুভেচ্ছা

Icon

ইতালি প্রতিনিধি (ইসমাইল হোসেন স্বপন)

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১৩:০৪

ইতালিতে ভেসেন্সা মেয়রকে বাংলাদেশিদের শুভেচ্ছা

নবনির্বাচিত পৌর মেয়র জাকোমো পোসামাইকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ছবি: ইতালি প্রতিনিধি

ইতালির ভেসেন্সা নবনির্বাচিত পৌর মেয়র জাকোমো পোসামাইকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

গতকাল রবিবার (১৮ জুন) দুপুরে ডেমোক্র্যাটিক পার্টির মেয়র জাকোমো পোসামাইয়ের দাপ্তরিক কার্যালয়ে ফুলেল শুভেচছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন ভেসেন্সায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

ইতালিতে কর্মরত বাংলাদেশিদের কাজের প্রশংসা করে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন জানিয়েছেন মেয়র জাকোমো পিসামাই। ইতালির সাথে বাংলাদেশের  অর্থনৈতিক সুসম্পর্ক রয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেন তিনি। 

ভেসেন্সায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সকল প্রকার সুযোগ সুবিধার প্রতিও তিনি গুরুত্ব দিবেন বলে আশা ব্যক্ত করেছেন। ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের দ্রুত সময়ের মধ্যে নাগরিকত্ব প্রদানে কাজ করবেন বলে অঙ্গীকার করেন মেয়র গিয়াকোমো পোসামাই।

এসময় ভেসেন্সায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মো. আফিল উদ্দিন আপেল, এমদাদুল রহমান চোধুরী, হাজি তারেক, জামাল উদ্দিন, কামরুজ্জামান বাবুল, দাস নুকুল, মজিদ চোধুরী, আহমেদ হেলাল ও সাংবাদিক ইসমাইল হোসেন স্বপন প্রমুখ। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫