ইতালিতে ভেনিস বিএনপির নতুন কমিটি গঠন

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৩, ১০:১১

নতুন কমিটিতে আবদুল আজিজ সেলিম সভাপতি এবং সমশের আকবির পলাশকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
ইতালিতে বিএনপির ভেনিস শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। গত ১৬ জুন ইতালি বিএনপির সভাপতি মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং সাধারণ সম্পাকদক ঢালি নাসির উদ্দিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ১৩৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে আবদুল আজিজ সেলিম সভাপতি এবং সমশের আকবির পলাশকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এতে জেষ্ঠ্য সহসভাপতি জব্বার মাঝি, জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক আরফান মাস্টার এবং ইব্রাহীম সরদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়। একই সাথে শামীম দেওয়ানকে প্রধান উপদেষ্টা করে ১৬ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
রোমের নেতৃবৃন্দরা আশা করেন, আজিজ-পলাশের নেতৃত্বে ভেনিস বিএনপি আরও বেশি শক্তিশালী হবে এবং দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে সর্বোচ্চ ভূমিকা রাখবে। দেশপ্রেমিক প্রবাসীদের সংগঠিত করবে গণতন্ত্রের পক্ষে। বাংলাদেশে গণতন্ত্র পূণরুদ্ধার এবং মানবাধিকার রক্ষায় উজ্জল ভূমিকা রাখবে।
ভেনিস বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আজিজ-পলাশ ফের নির্বাচিত হওয়ায় ভেনিসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক এবং রাজনৈতিক সংগঠন অভিনন্দন জানিয়েছে।