Logo
×

Follow Us

প্রবাস

ইতালিতে প্রবাসী আইন বাস্তবায়নের জন্য সংবাদ সম্মেলন

Icon

ইসমাইল হোসেন স্বপন (ইতালি প্রতিনিধি)

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ১৬:০২

ইতালিতে প্রবাসী আইন বাস্তবায়নের জন্য সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন। ছবি: ইতালি প্রতিনিধি

বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বৈধ পথে দেশে অর্থ প্রেরণ ও  নিজ দেশে যাওয়ার পর নানা হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে  প্রবাসীদের জন্য নিরাপত্তা আইন পাশের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ইতালির ভেনিসে বাংলাদেশে প্রবাসী নিরাপত্তা আইন পাশের দাবী বাস্তবায়ন  কমিটি। 

ভেনিসে বাংলাদেশে প্রবাসী নিরাপত্তা আইন পাশের দাবী বাস্তবায়ন কমিটির আহবায়ক মোহাম্মদ আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব আকবর হোসেন বেপারীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লিটন মাতবর, কবীর মাহমুদ, আলী চৌকিদার  প্রমুখ। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রবাসীরা এক সময় অবৈধ পথে হুন্ডির মাধ্যমে দেশে টাকা প্রেরণ করতো। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রনদনা চালু করায় প্রবাসীরা বৈধ পথে অর্থ প্রেরণ করে যেমন লাভোবান হচ্ছেন তেমনি বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে দেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক মোহাম্মদ আলম জানান, প্রধানমন্ত্রীর লন্ডন সফরের সময় তিনি পররাষ্ট্রমন্ত্রীর হাতে প্রবাসীদের দেশে হয়রানি বন্ধ ও প্রতিকারে প্রবাসী সেল গঠনে লিখিত ভাবে আহবান জানান। এছাড়াও ইতালিতে বাংলাদেশ দূতাবাস ও মিলান কনসুলেট অফিসে অনুলিপি প্রদান করেন। 

এসময় ভেনিসে বসবাসরত প্রবাসী  বাংলাদেশীরা ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫