Logo
×

Follow Us

প্রবাস

মিশিগান বিএনপির সভাপতি আকমল, সম্পাদক সেলিম

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১৬:৪৩

মিশিগান বিএনপির সভাপতি আকমল, সম্পাদক সেলিম

সভাপতি পদে ফের নির্বাচিত হন দেওয়ান আকমল চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে সেলিম আহমেদ।

বিএনপির যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে ফের নির্বাচিত হন দেওয়ান আকমল চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে সেলিম আহমেদ। 

রবিবার (২০ আগস্ট) এ উপলক্ষ্যে বিকেলে স্টেটের হ্যামট্রামিক সিটির আমিন রিয়েলিটি অফিসে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় দলটির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে পাঁচ সদস্যর কমিটি ঘোষণা করেন।

কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে মো. নুরুল হক এবং প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন লিলু নির্বাচিত হন। এছাড়া মনজুরুল করিম তুহিনকে সাংগঠনিক সম্পাদক পদে বহাল রাখা হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ভেদাভেদ ভুলে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা দিলদার হোসেন সেলিমের সহধর্মিণী অ্যাডভোকেট জেবুন্নাহার, মিশিগান বিএনপির নির্বাচন কমিশনের সদস্য ফখরুল ইসলাম লয়েছ, খন্দকার ইউসূফ কামাল, হাজী নিজাম উদ্দিন আহমেদ, সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী বকুল, তারেক আহমেদ চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা দেশে বর্তমান একদলীয় শাসনের এ দুঃসময়ে প্রবাসে বিএনপিকে শক্তিশালী ও গতিশীল হওয়ার তাগিদ দেন। এছাড়া দলের নেতাকর্মীদের বর্তমান সময়ে দেশের জনগণকে সংগঠিত করতে প্রবাস থেকে কাজ করার আহ্বান জানানো হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫