Logo
×

Follow Us

প্রবাস

ইতালিতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Icon

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪২

ইতালিতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভিছেন্সা বিএনপি শাখার উদ্যোগে বিএনপির ঐতিহ্য গৌরব সংগ্রাম ও সাফল্যের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

ইতালির রোম, ভেনিস,মিলান, নাপোলি, ভিছেন্সাসহ বিভিন্ন শহরে বিএনপি সমর্থকরা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, আনন্দ র‍্যালি, কেক কাটা, দোয়া মাহফিলের আয়োজন করে।

এদিকে, শনিবার (২ সেপ্টেম্বর) ভিছেন্সা বিএনপি শাখার উদ্যোগে  বিএনপির ঐতিহ্য গৌরব সংগ্রাম ও সাফল্যের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় কাজী সাত্তারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভিছেন্সা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শিকদার মো. কায়েস। এসময় প্রধান অতিথি হিসেবে উপদেষ্টা খবির উদ্দিন খন্দকার এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম মান্না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আব্দুল আল মামুন,যুবদল ইতালি শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান খান, সংগঠনের সহ-সভাপতি  জাফর আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব  প্রিন্স ইমতিয়াজ, সাবেক ছাত্রনেতা কাউসার আহমেদ, সাইফুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক  ফরহাদ হোসেন, সাবেক ছাত্রনেতা মামুন খান, জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর হাজিগঞ্জ শাখার  সভাপতি আবু সায়েম, আরিফ হোসেন, বুলবুল আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।

রাসেল পাটোয়ারীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপি নেতৃবৃন্দরা ব্যক্তব্য রাখেন।

ভিছেন্সা বিএনপির আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে নেতারা বলেন, অবৈধ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের বিকল্প নাই, আসুন সকল বিভেদ ভুলে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়ি,এখন আমাদের একমাত্র কাজ স্বৈরাচার সরকারবিরোধী আন্দোলন করা।

এসময় ভিছেন্সা বিএনপি ও অঙ্গসংগঠ‌নের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া ও খাবার বিতরণ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫