Logo
×

Follow Us

প্রবাস

মালদ্বীপে নির্বাচন পর্যবেক্ষণে ইএমএফ চেয়ারম্যান মোহাম্মদ আবেদ আলী

Icon

মো. ওমর ফারুক খোন্দকার (মালদ্বীপ প্রতিনিধি)

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৭

মালদ্বীপে নির্বাচন পর্যবেক্ষণে ইএমএফ চেয়ারম্যান মোহাম্মদ আবেদ আলী

মালদ্বীপে ইএমএফ চেয়ারম্যান মোহাম্মদ আবেদ আলী। ছবি: প্রতিনিধি

মালদ্বীপের নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট ফুয়াদ তৌফিকের আমন্ত্রণে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের সংগঠন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী মালদ্বীপে পৌঁছেছেন।

দেশটির অষ্টম জাতীয় প্রেসিডেন্ট নির্বাচন-পূর্ব পরিস্থিতি ও পরিবেশ মূল্যায়নে বিভিন্ন দেশের নির্বাচনীও পর্যবেক্ষকদের ন্যায় বাংলাদেশের পক্ষ থেকে তিন সদস্যের প্রতিনিধিদল স্থানীয় সময় রাত সাড়ে আটটায় ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছালে, প্রবাসীদের পক্ষ থেকে সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন- সাইফুল ইসলাম, এ আর মামুন, মো. পিয়াস ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ। 

মালদ্বীপের নির্বাচন পর্যবেক্ষণ শেষে ১০ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফর করবেন। শ্রীলঙ্কায় অবস্থানকালে ১১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে ও শ্রীলঙ্কা নির্বাচন কমিশনের চেয়ারম্যান আরএমএল রথনায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করবেন এবং আগামী ১২ সেপ্টেম্বর শ্রীলংকা এয়ারলাইন্সে সকাল সাড়ে এগারোটায় ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন তিনি। 

ইএমএফ চেয়ারম্যান মোহাম্মদ আবেদ আলীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন- ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক ড. মো. আজাদুল হক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি আবু সালেহ ইয়াহিয়া।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫