Logo
×

Follow Us

প্রবাস

মালদ্বীপ বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Icon

মো. ওমর ফারুক খোন্দকার (মালদ্বীপ প্রতিনিধি)

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ১০:০৬

মালদ্বীপ বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ভার্চুয়ালি বিএনপির নেতাকর্মীরা সভায় অংশ নেন। ছবি: প্রতিনিধি

মালদ্বীপে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন অনলাইন প্লাটফর্মে সভায় যোগ দেন।

স্থানীয় সময় শুক্রবার (২০ অক্টোবর) রাত আটটায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

সভায় খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খোকন বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।

এছাড়াও তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী নেতাকর্মীদের উদ্দেশ্যে সরকার পতন আন্দোলনের জন্য ঐক্যবদ্ধভাবে প্রস্তুত হওয়ারও আহ্বান জানান। 

ভার্চুয়াল সভার সভাপতিত্বের বক্তব্যে খলিলুর রহমান মালদ্বীপ বিএনপির নেতাকর্মীদের বাংলাদেশের আগামী রাজনৈতিক আন্দোলন সংগ্রামের জন্য সচেষ্ট থাকার আহ্বান জানান।  

ভার্চুয়ালি বৈঠকে বক্তব্য ও পরিচয় পর্বে উপস্থিত ছিলেন- মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মেহের মিয়া রানা, বাবুল হোসেন, শাহ আলম, আলতাফ হোসেন, জসিম উদ্দিন, এরশাদ মোল্লা, হাফিজ আখন, আলমগীর হোসেন, আবদুর রহিম, সিনিয়র-যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম, মাহমুদুল হাসান, শফিকুল ইসলাম, এনামুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মনির হোসেন, খায়রুল আমিন, মোস্তাফা কামাল, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী, সহ-প্রচার সম্পাদক হালিম ভু্ঁঞা, সৈকত আলী, দপ্তর সম্পাদক-সহদপ্তর আবদুল মান্নান, মো. শিহাব, ক্রীড়া সম্পাদক মো. মামুন, আলিম দুরানী, আলম আরজু, মো. হানিফ, মো. মহিউদ্দিন, হাবিবুর রহমান, মো. পিয়াস, ইয়াছিন মজুমদার, সুফি আহমেদসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫