Logo
×

Follow Us

প্রবাস

মালদ্বীপে বিএনপির বিজয় উৎসব উদযাপন

Icon

মো. ওমর ফারুক, মালদ্বীপ

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩

মালদ্বীপে বিএনপির বিজয় উৎসব উদযাপন

বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান। ছবি: মালদ্বীপ প্রতিনিধি

পৃথিবীর যেখানে একজনও প্রবাসী বাংলাদেশি আছেন, সেখানেই ওড়ে লাল-সবুজের পতাকা। এতে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম যেমন বাংলাদেশ সম্পর্কে জানতে পারে তেমনি শেকড়ের সঙ্গে তাদের বন্ধনও মজবুত হয়।

এর লক্ষ্যে, শনিবার (১৭ ডিসেম্বর) বিএনপি মালদ্বীপ শাখা কমিটির উদ্যোগে বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে রাত সাড়ে এগারোটায় বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠন যৌথভাবে আয়োজন করে এই আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মেহের মিয়া রানা, শাহ আলম, মো. ফারুক, আলমগীর মজুমদার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক রবিউল আলম, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী প্রমুখ।

এসময় বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন- বর্তমান সরকার তাদের বিভিন্ন অপকর্মের কারণে ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে তাই রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকার পতনে দেশে এবং প্রবাস থেকে সকল জাতীয়তাবাদী নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে আগত বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, আমরা পিণ্ডির জিঞ্জির থেকে মুক্ত হয়ে এখন আমাদের বন্ধু রাষ্ট্রের শৃঙ্খলে বন্দি। যে লক্ষ্যে আমরা বিজয় অর্জন করেছিলাম, সেই লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে আওয়ামী লীগ বিশ্বাসঘাতকতা করেছে। বহু রক্তের বিনিময়ে পিণ্ডির জিঞ্জির থেকে মুক্ত হলেও বর্তমানে অত্যন্ত সুকৌশলে তাদের শৃঙ্খলে আমাদের বন্দি করা হচ্ছে।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর তরুণরা যখন ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার স্বপ্ন দেখছে। তখনই ফ্যাসিস্ট সরকার দমন পীড়ন, মামলা-হামলা, গ্রেপ্তার, নির্যাতন চালাচ্ছে। এসব করে আর লাভ হবে না। তাদের ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। তিনি উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বের মাঝে আছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বেই হবে টেক ব্যাক বাংলাদেশ। 

এসময় নেতাকর্মীরা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও আর্থিক সংকট নিরসন, একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ও প্রত্যয় ব্যক্ত করে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫