Logo
×

Follow Us

প্রবাস

নিউইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ১৫:০৪

নিউইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত সন্দেহভাজন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে দুই প্রবাসী বাংলাদেশিকে ভরদুপুরে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার (২৮ এপ্রিল) বিকালে ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও দেখে ওই যুবককে গ্রেপ্তারের কথা জানানো হলেও তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।  

এর আগে, শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে বন্দুকধারীদের গুলিতে ওই দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহতরা হলেন– সিলেটের কানাইঘাট উপজেলার আবু সালেহ মোহাম্মদ ইউসুফ (৫৮) এবং কুমিল্লার বাবুল মিয়া (৪৩)।

দেশটির সংবাদমাধ্যম জানায়, হান্ড্রেট জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে, এমন সংবাদ পেয়ে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫