ইতালিতে ভবন থেকে পড়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১৬:৩০

দুর্ঘটনার শিকার শিশু ফাতিহা।
ইতালিতে জানালা দিয়ে পড়ে গিয়ে ফাতিহা (৩) নামে বাংলাদেশি এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (১৯ আগস্ট) ইতালির বলোনিয়া শহরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফাতিহার (৩) বাবা ফয়সাল আহমেদ। ঘটনার সময় বাসার সবাই কাজে ব্যস্ত ছিলেন। ওই দিন বৃষ্টির সময় শিশু ফাতিহা জানালা দিয়ে বৃষ্টি ছুঁতে গিয়ে ৩তলা ভবনের জানালা থেকে পড়ে যায়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। ফাতিহার মৃত্যুতে ইতালির বাংলা কমিউনিটি ও বাংলাদেশে তার দাদার বাড়িতেও শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাসী ফয়সালের দেশের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়।