
সংগৃহীত ছবি
ইউক্রেনে বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ বিমান হামলার শিকার হয়েছে। জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে ছিল। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছেন।
বুধবার (৩ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাতে) ওই বন্দরেই জাহজটি হামলা শিকার হয়।
ওই বাংলাদেশি জাহাজের একজন নাবিক হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশি এই জাহাজে বিমান হামলা হয়েছে। আমাদের শিপে (জাহাজে)। আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।’
পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ বি এম সুলতানা লায়লা হোসেন টেলিফোনে বলেন, হামলায় একজন নিহত হয়েছেন। তবে বাকিরা নিরাপদে আছেন।
তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সরকার কোনও ব্যবস্থা নিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয় এ বিষয়ে বলতে পারবে। এ ব্যাপারে কোনও নির্দেশনা পেলে আমি সেটা বাস্তবায়ন করব।
ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন শুরু হলে জাহাজের মালিকানাধীন কোম্পানি বিএসসি কার্গো লোড প্ল্যান বাতিল করে এবং জাহাজের মাস্টারকে বন্দরে বার্থ না করে আন্তর্জাতিক জলসীমায় স্থানান্তরের নির্দেশ দেয়।
তবে বন্দরের ছাড়পত্র পেতে বিলম্বের কারণে জাহাজটি বন্দর থেকে ছেড়ে যেতে ব্যর্থ হয় এবং রাশিয়ান আক্রমণের পর বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় সেটি আটকে পড়ে।