Logo
×

Follow Us

প্রবাস

‘প্লিজ আমাদেরকে এখান থেকে উদ্ধারের ব্যবস্থা করেন’

Icon

প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ২০:০৭

‘প্লিজ আমাদেরকে এখান থেকে উদ্ধারের ব্যবস্থা করেন’

বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির সকল অফিসার-ক্রু। ছবি: সংগৃহীত

ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির প্রধান প্রকৌশলী সৈয়দ আসিফুল ইসলাম (৩৩) তার ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে আটকে পড়া জাহাজের সবাইকে উদ্ধারের জন্য আকুতি জানিয়েছেন। 

জাহাজে হামলা ঘটার পর, ১৩ ঘন্টা আগে আসিফুল ফেসবুকে ওই ভিডিও বার্তা দেন। ভিডিওতে তিনি বলেন, ‘প্লিজ আমাদেরকে এখান থেকে উদ্ধারের ব্যবস্থা করেন।’ 

জাহাজটিতে  ২৯ জন অফিসার-ক্রু ছিলেন। এর মধ্যে রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধে বাংলার সমৃদ্ধি জাহাজে হামলা হলে জাহাজের ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যু হয়।
বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি

বুধবার (২ মর্চ) রাত ৯ টার দিকে এই খবর পাওয়ার পর থেকে দুশ্চিন্তায় পড়ে আসিফুলের পরিবার। ঘটনার পর তার সাথে পরিবারের কয়েক দফা যোগাযোগ হয়।

আসিফের বাবা সৈয়দ নুরুল ইসলাম বলেন, আসিফুলের সাথে আমাদের কথা হয়েছে। এখন পর্যন্ত সে ভালো আছে বলে জানিয়েছে। জাহাজে এক মাসের খাবার মজুদ আছে। কিন্তু যুদ্ধ এক মাসে শেষ হবে বলে মনে হচ্ছে না। ফলে তারা না খেয়েই মারা যাবে। দ্রুত জাহাজে থাকা সবাইকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

ছুটি কাটিয়ে গত ১৮ ফেব্রুয়ারি বাড়ি থেকে বিদায় নেন আসিফুল। তার বাবা সৈয়দ নুরুল ইসলাম রেলওয়ের অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা। আর মা পারভীন আক্তার গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে আসিফুল বড়। তার বোন সৈয়দা নুসরাত জাহান ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পড়ছেন।

বাবার চাকরির সুবাদে আসিফুলের শৈশব কেটেছে ঢাকায়। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন চট্টগ্রামের মেরিন একাডেমিতে। সেখানকার পাঠ চুকিয়ে ২০১১ সালে যোগ দেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনে। এর মধ্যে গত ২০১৭ সালে বিয়ে করেন তিনি। দাম্পত্য জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।

আসিফুলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সর্বশেষ গত ৫ ডিসেম্বর ছুটিতে বাড়ি আসেন আসিফুল। ছুটি কাটিয়ে গত ১৮ ফেব্রুয়ারি ঢাকায় যান তিনি। এরপর ১৯ ফেব্রুয়ারি তুরস্কে গিয়ে ২০ ফেব্রুয়ারি জাহাজে উঠেন। জাহাজ নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল তার। কিন্তু ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়ে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫