
হাদিসুর রহমান
ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মরদেহ আগামীকাল রবিবার (১৩ মার্চ) দুপুর ২টায় ঢাকায় পৌঁছাবে।
পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা গতকাল শুক্রবার (১১ মার্চ) রাতে টেলিফোনে এ তথ্য জানান।
তিনি বলেন, হাদিসুরের মরদেহবাহী গাড়ি আজ ভোরে ইউক্রেন থেকে রওয়ানা দিয়ে দুপুরে মলদোভায় পৌঁছায়। সীমান্ত থেকে গাড়ি পরিবর্তন করতে হয়েছে। অন্য আরেকটি গাড়িতে হাদিসুরের মরদেহ এখন রোমানিয়ার রাজধানী বুখারেস্টের পথে রয়েছে।
তিনি আরো বলেন, হাদিসুরের মরদেহ টার্কিশ এয়ারলাইনসে বাংলাদেশে পাঠানো হবে। সবকিছু ঠিক থাকলে, এখন পর্যন্ত যে পরিকল্পনা তাতে মরদেহ ১৩ তারিখ দুপুর ২টায় বাংলাদেশে পৌঁছাবে।
গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন হাদিসুর। ওই জাহাজের অপর ২৮ জন ক্রু গত বুধবার দুপুরে ঢাকায় পৌঁছান।
বিএসসির মালিকানাধীন জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ডেনিশ কোম্পানি ডেল্টা করপোরেশনের অধীনে ভাড়ায় চলছিল। মুম্বাই থেকে তুরস্ক হয়ে জাহাজটি ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে যায়। অলভিয়া থেকে সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। এর আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে অলভিয়া বন্দরে আটকা পড়ে জাহাজটি।
গত ২ মার্চ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। এরপর হাদিসুরের মরদেহ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়।