Logo
×

Follow Us

প্রবাস

যুক্তরাষ্ট্রের ইলগা ওয়ার্ল্ডের বোর্ড সদস্য হলেন তাসনুভা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২২, ১৩:০৯

যুক্তরাষ্ট্রের ইলগা ওয়ার্ল্ডের বোর্ড সদস্য হলেন তাসনুভা

তাসনুভা আনান শিশির

বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপক তাসনুভা আনান শিশির যুক্তরাষ্ট্রের ইলগা ওয়ার্ল্ডের বোর্ড সদস্য নির্বাচিত হয়েছেন। 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এ বছরের মে মাসের সম্মেলনে এই সম্মান পেয়েছেন তিনি। ১৬০টিরও বেশি দেশ এবং অঞ্চলের ১৭০০টিরও বেশি সংস্থার বিশ্বব্যাপী ফেডারেশন ইলগা ওয়ার্ল্ড যৌন এবং লিঙ্গ সংখ্যালঘু মানুষের মানবাধিকারের পক্ষে কাজ করে থাকে।

ইলগা ওয়ার্ল্ড বোর্ডের নির্বাচনে ট্রান্সজেন্ডার স্টিয়ারিং কমিটির চেয়ার নির্বাচিত হন তাসনুভা। সারা বিশ্বের বিভিন্ন সংগঠন তার প্রার্থীতায় সমর্থন যোগায়। তার দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আর্জেন্টিনা এবং যুক্তরাজ্যের দুই অ্যাক্টিভিস্ট। এই এক্সিকিউটিভ বোর্ড হল ইলগা ওয়ার্ল্ডের মূল গভর্নিং বডি। সাধারণত, বিশ্ব সম্মেলনের সময় এই প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইনক্লুসিভ বাংলাদেশ এর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন তাসনুভা আনান। তারাই তাকে এই পদের জন্য মনোনয়ন এবং সমর্থন করেছেন। 

ইলগা ওয়ার্ল্ডের এই দায়িত্বের মাধ্যমে তাসনুভা বিভিন্ন রাষ্ট্রের, বিশেষ করে বাংলাদেশের ট্রান্সজেন্ডার অধিকার বাস্তবায়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। লিঙ্গ এবং যৌন সংখ্যালঘুদের মানবাধিকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আইন রহিতকরণ এবং বিভিন্ন দেশে বিদ্যমান এই ধরণের আইনগুলোকে সংশোধন করতে আইন প্রণেতাদের সাথে সক্রিয়ভাবে কাজ করার আশা ব্যক্ত করেছেন তাসনুভা আনান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫