পদ্মা সেতু বহির্বিশ্বে বাংলাদেশের নতুন ব্র্যান্ড

মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২২, ১৯:১৯

পদ্মা সেতু উদ্বোধনের সময় কেক কেটে উৎসব উদযাপন
পদ্মা সেতু উদ্বোধনের সময় যতই ঘনিয়ে আসছিলো ততই মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে উদ্দীপনা বিরাজ করছিলো। মালদ্বীপে কর্মরত নানা পেশার মানুষের কাছে পদ্মা সেতু একটি বিস্ময়। এ প্রকল্পটি শুধু বাংলাদেশিদের বিশ্বাসের ভিত রচনা করেনি, বরং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছেন বলে বিশ্বাস করেন দীর্ঘদিন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
আজ শনিবার (২৫ জুন) স্থানীয় সময় সকাল ৯ টায় পদ্মা সেতুর উদ্বোধন ক্ষণে মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসীদের জন্য কেক কেটে আনন্দ উৎসব উদযাপন করেন। এমন উৎসব মুখর পরিবেশে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ প্রবাসীদের উল্লেখ করে বলেন, বহু কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত বাঙালির আজন্ম স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে সমগ্র প্রবাসী বাংলাদেশিরা এর অংশীদার।
তিনি আরো বলেন, যার অসীম সাহসিকতা আর অপ্রতিরোধ্য মানসিকতায় বাস্তবায়ন হয়েছে পদ্মা সেতু, তিনি আর কেউ নন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু শুধু দেশে নয় বহির্বিশ্বে বাংলাদেশের নতুন ব্র্যান্ড।
দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. সোহেল পারভেজ প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনান এবং পদ্মা সেতুর ওপর নির্মিত একটি ভিডিও প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাতবর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন প্রমুখ।