Logo
×

Follow Us

প্রবাস

বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ : বাইডেন

Icon

ডেস্ক রিপোট

প্রকাশ: ২৬ জুন ২০২২, ০৯:৫৩

বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ : বাইডেন

প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ তার কাছে পৌঁছে দিয়েছেন।

এসময় বাইডেন বলেছেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ।

সাক্ষাতের পরে এক টুইট বার্তায় শহীদুল ইসলাম জানান, হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে পেরে আমি সম্মানিত। আলাপকালে আমেরিকার প্রেসিডেন্ট আমাকে জানিয়েছেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। 

তিনি আরো বলেন, ঢাকা সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ আমি মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫