
ইতালির মিলানে আয়োজিত আনন্দ সভা থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত
পদ্মা সেতুর উদ্বোধনের দিন গত শনিবার (২৫ জুন) ইতালির মিলানে একটি অভিজাত রেস্তোরাঁয় সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ সভার আয়োজন করে লোম্বার্দিয়া আওয়ামী লীগ। সভায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্যসহ সেখানে অবস্থানরত সাধারণ প্রবাসীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নান মালিথা।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, সদস্য আকরাম হোসেন, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, আবু আলম, অপু হোসাইন, চঞ্চল রহমান, মঞ্জুরুল হোসেন সাগর, আরফান সিকদার, মামুন হাওলাদার, মমিনুর রহমান, মিজান হাওলাদার, ইব্রাহিম মিয়া, রিয়াজুল ইসলাম কাওছার, শামিম হাওলাদারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সে সময় পদ্মা সেতুর উদ্বোধনের মুহূর্ত উদযাপন করার পাশাপাশি আওয়ামী লীগের ৭৩তম জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে কেক কাটেন অতিথিরা।
অনুষ্ঠানে ইমরান, হোসাইন, আব্দুল বাছিত দলই, মাসুদ হাওলাদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।