মালদ্বীপে ‘প্রথম অর্থনৈতিক কূটনীতি সপ্তাহ’ উদযাপন

মো. ওমর ফারুক অনিক, মালদ্বীপ থেকে
প্রকাশ: ২৮ জুন ২০২২, ১০:৫১

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত ‘অর্থনৈতিক কূটনীতি সপ্তাহ‘ অনুষ্ঠান থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত
মালদ্বীপে বাংলাদেশ দূতাবাস অর্থনৈতিক কূটনীতি সপ্তাহ পালন করেছে। এসময় মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্কের অগ্রগতির অংশ হিসেবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে দূতাবাস।
গতকাল সোমবার (২৭ জুন) মালদ্বীপে প্রথমবারের মতো অর্থনৈতিক কূটনীতি সপ্তাহের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের ইকোনমিক ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহামেদ ইয়াদ হামিদ।
অনুষ্ঠানে মালদ্বীপের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, উচ্চপর্যায়ের ব্যবসায়ী ও অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ ও বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম আজাদসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহামেদ ইয়াদ হামিদ অর্থনৈতিক কূটনীতি সপ্তাহ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং এটি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মালদ্বীপ মূলত আমদানি নির্ভর একটি দেশ। অনুষ্ঠানে এই বিষয়টি উল্লেখ করে এস এম আবুল কালাম আজাদ দেশটির সব ব্যবসায়ীদের বাংলাদেশ থেকে মালদ্বীপে পণ্য আমদানি এবং বাংলাদেশে বিনিয়োগের করার আহ্বান জানান।