Logo
×

Follow Us

প্রবাস

ইরাকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে থাকার আহ্বান

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ০৮:৫৮

ইরাকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে থাকার আহ্বান

ইরাকে কয়েকদিনের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বেশ বেড়েছে। ছবিতে, রাজধানীর বাগদাদে বিক্ষোভকারীদের নিরাপদ স্থানে যাচ্ছেন। ছবি: এএফপি

ইরাকে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হওয়াতে দেশটিতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ করেছে বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি এমন পরিস্থিতিতে যেকোনো প্রয়োজনে প্রবাসীদের সহযোগিতা করতে হটলাইন নম্বর চালু করেছে দূতাবাস।

ইরাকে বাংলাদেশ দূতাবাস গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা ইরাক প্রবাসী বাংলাদেশি নাগরিকদের চলমান রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতিতে নিরাপদ স্থানে অবস্থান করা এবং যেকোনো প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের নিম্নবর্ণিত হটলাইন নম্বরসমূহে যোগাযোগ করার অনুরোধ করা হলো- ০৭৭২৯০০৪০১০, ০৭৮০৯২৮৮৬৮০, ০৭৮১৩৭০৫৭১৬, ০৭৫০০৩৮৩০৭৫, ০৭৮২৭৮৮৩৬৮০।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫