Logo
×

Follow Us

প্রবাস

খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতায় মালদ্বীপ বিএনপির প্রতিবাদ-দোয়া মাহফিল

Icon

মো. ওমর ফারুক অনিক, মালদ্বীপ প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ১৭:৩১

খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতায় মালদ্বীপ বিএনপির প্রতিবাদ-দোয়া মাহফিল

রাজধানীর ন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে মালদ্বীপ বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতায় মালদ্বীপে বিএনপি উদ্যোগে প্রতিবাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) মালদ্বীপের স্থানীয় সময় দুপুর ৩টায় রাজধানীর ন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে মালদ্বীপ বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতার পাশাপাশি কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমানের জন্যও সার্বিক সুস্থতা কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব।

মালদ্বীপ বিএনপির যুগ্ম-সম্পাদক রবিউল আলমের সঞ্চালনায় ও মালদ্বীপ বিএনপির নবাগত সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - সৌদি আরব যুবদলের সভাপতি আবদুল মান্নান, মালদ্বীপ বিএনপির নবাগত সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মেহের রানা, সহ-সভাপতি বাবুল হোসেন, সহ-সভাপতি মো. শাহ-আলাম, মো. ফারুক, মো. বিল্লাল হোসেন ও সাবেক এনবিএল মানি ট্রান্সফার এর সিও মো. কাশেদুল হক।

মাহফিলে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে মালদ্বীপ বিএনপির নেতারা উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তির ব্যাপারে সরকার টালবাহানা করছে বলে অভিযোগ করেন।

পরবর্তী বর্তমানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বিএনপির নেতাকর্মীদের করণীয় নিয়ে কথা বলেন- মালদ্বীপ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ মো. রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, খলিলুর রহমান,মো. জসিম উদ্দিন, খায়রুল আমিন প্রদান, আবু জাহের, আবদুল মান্নান, মনির হোসেন, মো. আলী সহ মালদ্বীপ বিএনপির অঙ্গ-সংগঠনের সিনিয়র নেত্রী বৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ।

দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি আহমেদ আলী মুকিব বলেন, বাংলাদেশের তিন তিনবারের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। চিকিৎসকরা জানিয়েছেন, অবিলম্বে তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন; কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না।

তিনি রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে বলেন, এখন থেকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সংগ্রামে একযোগে কাজ করবেন। নবনির্বাচিত নেতাদের নেতৃত্বে আগামী দিনে বহির্বিশ্বে অবৈধ সরকার পতন আন্দোলনে সাহসী ভূমিকাসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বর্তমান এই  ফ্যাসিবাদী সরকারকে হটাতে অবদান রাখবেন একই সঙ্গে মালদ্বীপ বিএনপিকে এগিয়ে নিয়ে যাবেন। 

সবশেষে, দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়াও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. মাসুম বিল্লাহ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫