মালদ্বীপে এমআই কলেজের সমাবর্তন দিবস অনুষ্ঠিত

মো. ওমর ফারুক অনিক, মালদ্বীপ থেকে
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ১৮:৪১

মালদ্বীপে এমআই কলেজের সমাবর্তন অনুষ্ঠান থেকে তোলা ছবি। ছবি: প্রতিবেদক
প্রবাসের মাটিতে অসংখ্য বাংলাদেশিদের কৃতি প্রজন্ম রয়েছেন, যাদের সাফল্যে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল হচ্ছে। সেই সফল প্রজন্মের কীর্তি গাথায় নতুন প্রজন্ম খুঁজে পায় এগিয়ে চলার অনুভূতি। মালদ্বীপে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা এমনই একজন কীর্তিমান আহমেদ মোত্তাকি। তিনি মালদ্বীপের এমআই কলেজের প্রতিষ্ঠাতা এবং মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের মাধ্যমে একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ইতিমধ্যেই নিজের কর্মকাণ্ড এবং পৃষ্ঠপোষকতা দিয়ে প্রবাসী কমিউনিটিগুলোতেও সমাজসেবী হিসেবে সুনাম অর্জন করেছেন তিনি।
গতকাল শনিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় সকাল, দুপুর, বিকেল ও রাতে চারটি অধিবেশনে গিয়াসউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়াম সেন্টারে প্রতিষ্ঠাতা আহমেদ মোত্তাকির মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের (এমআইসি) এর ডিগ্রি-গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের সমাবর্তন-২০২২ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মালদ্বীপের শিক্ষামন্ত্রী ডা. ইব্রাহিম হাসান। সেশন-৩ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত চ্যানেল আই এর সাংবাদিক মো. শাইখ সিরাজ, মোহাম্মদ হালিম, লামিয়া আব্দুল হাদীর প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা প্রবাসী শিক্ষা উদ্যোক্তা আহমেদ মোত্তাকি।
এসময় তিনি উপস্থিত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, ‘এই দিনটি তোমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। একই সাথে এটি আনন্দেরও দিন। আমি সৌভাগ্যবান যে, তোমাদের সাথে এই আনন্দের দিন কাটাতে পারছি। আমি নিশ্চিত যে, তোমরা একদিন জীবনে প্রতিষ্ঠিত হবে। তোমরা সমাজ, জাতি, দেশ কিংবা পৃথিবীকে কিছু দিতে শুরু করবে। তখন তোমাদের এই দিনটির কথা মনে থাকবে।’
অনুষ্ঠানে শাইখ সিরাজ মিঁয়াজ ইন্টারন্যাশনাল কলেজ থেকে সম্মানসূচক অ্যাম্বাসেডর অব এগ্রিকালচার অ্যাওয়ার্ড পান। তিনি বলেন, এই সম্মান তাকে কৃষি উন্নয়নে আরো কাজ করতে উৎসাহিত করবে।
প্রধান অতিথির বক্তব্যে অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধের বাংলাদেশ গড়তে ও অবদান রাখতে প্রবাসে থাকা শিক্ষার্থীদের আরো এগিয়ে আসার আহ্বান হাইকমিশনার।