Logo
×

Follow Us

চাকরি

লেবাননে বিস্ফোরণে বাংলাদেশি নিহতের সংখ্যা বেড়ে ৫

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ১১:৫৮

লেবাননে বিস্ফোরণে বাংলাদেশি নিহতের সংখ্যা বেড়ে ৫

বিস্ফোরণে বৈরুতের একটি ক্ষতিগ্রস্ত হাসপাতাল। ছবি: রয়টার্স

লেবাননের রাজদানী বৈরুতে ভয়াবহ জোড়া বিস্ফোরণে নিখোঁজ এক বাংলাদেশিকে একটি হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া গেছে। 

ওই ব্যক্তির নাম মোহাম্মাদ রাশেদ। এর ফলে দেশটিতে বিস্ফোরণে বাংলাদেশি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে।।

 লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দূতাবাসের হেড অফ চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন বলেন, বিস্ফোরণের দিন থেকে রাশেদ নিখোঁজ ছিল এবং একদিন পরে মারা যায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ে ওয়েবসাইটে নিখোঁজ বাংলাদেশির তথ্য জানানো হলে হাসপাতালে গিয়ে শনাক্ত করা হয়। তাকে হারুন হাসপাতালে শনিবার মৃত অবস্থায় পাওয়া গেছে। রাশেদের পাসপোর্টের তথ্য থেকে জানা গেছে, তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা।

অন্য বাংলাদেশিদের কি অবস্থা জানতে চাইলে তিনি আরো বলেন, শতাধিক আহত হলেও বর্তমানে মাত্র তিনজন বিভিন্ন হাসপাতালে গুরুতর অবস্থায় আছেন। তাদের চিকিৎসা চলছে।

বৈরুতে গত মঙ্গলবার ভয়াবহ দুটি বিস্ফোরণ হয়। এই ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ মোট ১০৮ জন প্রবাসী আহত হন। মারা গেছেন পাঁচজন।

বিস্ফোরণের ওই ঘটনায় বিভিন্ন দেশের ১৫৮ জন নিহতের পাশাপাশি ৬ হাজার মানুষ আহত হয়েছেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫