Logo
×

Follow Us

চাকরি

দক্ষিণ আফ্রিকায় ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ১০:০৮

দক্ষিণ আফ্রিকায় ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় দুই প্রবাসী বাংলাদেশিকে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টার দিকে দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশের মাফিকিং নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইমন আহমেদ ও আব্দুর রহমান। তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে উপজেলায়। 

এসময় গুরুতর আহত অবস্থায় রুবেল হোসেন নামে আরেক বাংলাদেশিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।

মাফিকিংয়ের স্থানীয় বাংলাদেশিরা জানান, ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা বাংলাদেশি দুই গ্রুপ নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের বাগবিতণ্ডা ও ঝামেলায় লিপ্ত ছিল। তারা ধারণা করছেন- প্রতিপক্ষ গ্রুপ সন্ত্রাসী ভাড়া করে এই দলের প্রতিশোধ নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বলেন, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিরা নিজেদের মধ্যে মাফিয়া সংস্কৃতি গড়ে তুলেছে। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে একে অপরকে হামলা, অপহরণ ও খুনের তালিকাও দীর্ঘ হচ্ছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দল, গোষ্ঠী ও অঞ্চলভিত্তিক সংঘর্ষে লিপ্ত হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫