Logo
×

Follow Us

চাকরি

বাংলাদেশিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ মে ২০২১, ০৩:১৮

বাংলাদেশিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশি নাগরিকদের মালদ্বীপ প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। এছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটান এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে।

শনিবার (৮ মে) দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, রবিবার (৯ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মালদ্বীপের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে ওয়ার্ক পারমিট ভিসাধারী ব্যক্তিদের মালদ্বীপে আগমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ৯ মে থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে, বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, সিঙ্গাপুর ও মালয়েশিয়া।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫