Logo
×

Follow Us

চাকরি

জোহানসবার্গে ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২১, ১২:৩৬

জোহানসবার্গে ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

নিহত মোহাম্মদ তামিম

দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ শহরে ডাকাতের গুলিতে মোহাম্মদ তামিম (২৯) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৮জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় জোহানেসবার্গের লেনাসিয়া নামক এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় প্রবাসীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে ডাকাতির উদ্দেশে অস্ত্রসহ কয়েকজন যুবক তামিমের দোকানে ঢুকে। লুটপাট শেষে চলে যাওয়ার সময় ডাকাত দল তামিমকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। জানা গেছে, তামিমের দেশের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জের ভূইয়ার হাটে। 

এর আগে আফ্রিকার মালাউইতে কর্মচারীর আঘাতে ঘুমন্ত অবস্থায় এক বাংলাদেশি ব্যবসায়ী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জোহানেসবার্গের রেন্ডপন্টিন এলাকায় বাংলাদেশি মিজানুর রহমানের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রবাসীরা জানান, রাতে ঘুমিয়ে গেলে পাশের রুমে থাকা আফ্রিকার মালাউই কর্মচারী ঘুমন্ত মিজানুর রহমানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোবাইল, নগদ টাকাসহ দোকানের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। 

পরে খবর পেয়ে স্থানীরা গিয়ে তাকে উদ্ধার করে লেরাতু হাসপাতালে নিয়ে যায়। সেখানেই সোমবার (১৫ জুন) রাতে মিজানের মৃত্যু হয়। সব প্রস্তুতি শেষে শনিবার (১৯ জুন) নিহতের মরদেহ দেশের পাঠানো হবে বলে জানা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫