Logo
×

Follow Us

প্রবাস

ক্যাপ্টেন আজিজুল হক চুন্নু আর নেই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২২, ১৩:০৮

ক্যাপ্টেন আজিজুল হক চুন্নু আর নেই

মৃত ক্যাপ্টেন আজিজুল হক চুন্নু। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বাংলাদেশের প্রথম মাস্টার মেরিন ক্যাপ্টেন আজিজুল হক চুন্নু মারা গেছেন। 

আজ সোমবার (২৩ মে) বার্ধক্যজনিত কারণে জাপানের কোবে শহরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের পক্ষে পাকিস্তানের একটি জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে ছিনতাই করে সিঙ্গাপুরে নিয়ে যান ক্যাপ্টেন আজিজুল হক চুন্নু। তিনি বঙ্গবন্ধু পরিবারের সাথে খুবই ঘনিষ্ঠ ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ক্যাপ্টেন আজিজুল হক চুন্নু ফরিদপুরের ভাঙ্গায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ব্রিটিশ ভারতের স্বনামধন্য আইনজীবী নুরুল হক উকিল। 

জানা গেছে, জাপানের কোবে শহরেই স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫