Logo
×

Follow Us

প্রবাস

কুয়েতে জনবল দিতে সবসময় প্রস্তুত বাংলাদেশ

Icon

আবু বক্কর সিদ্দীক পাভেল, কুয়েত থেকে

প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ২০:০০

কুয়েতে জনবল দিতে সবসময় প্রস্তুত বাংলাদেশ

ফাইল ছবি

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান (এনডিসি পিএসসি) বাংলাদেশ দূতাবাসে কুয়েত জনশক্তি মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. মোবারক আল আজমী ও তার প্রতিনিধিদলের সাথে একান্ত সাক্ষাতকালে বলেন, তার দেশ বাংলাদেশ কুয়েত রাজ্যে জনশক্তি বা জনবল দিতে সব সময় প্রস্তুত রয়েছে।

এছাড়া বাংলাদেশি শ্রমিক নিয়োগে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। গত শনিবার (৩১ জুলাই) কুয়েতের বাংলাদেশ দূতাবাসে প্রতিনিধিদের উদ্দেশে এসব বলেন রাষ্ট্রদূত। 

এতথ্য নিশ্চিত করেছে কুয়েতের স্থানীয় দৈনিক আল কাবাস। বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর  জেনারেল আশিকুজ্জামান তার দেশ থেকে অধিক জনশক্তি, কর্মী নিয়োগে দুই দেশের আগ্রহের উপর জোর দেন এবং শ্রমিক নিয়োগে বাংলাদেশের শতাংশ বৃদ্ধি করার কথাও জানান। অপর দিকে কুয়েত জনশক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল, কুয়েত ও বাংলাদেশের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্কের প্রশংসা করে সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার নিশ্চিত করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫