মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১০:৪১

নিহত আব্দুস সামাদ। ছবি: সুনামগঞ্জ প্রতিনিধি
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ২৭ বছর বয়সী এক বাংলাদেশি এক যুবক মারা গেছেন।
গতকাল রবিবার (১৪ আগস্ট) সকালে মালয়েশিয়ায় সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের নাম আব্দুস সামাদ। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের উত্তর কামালাবাজ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
চলতি বছরের সেপ্টেম্বরেই সামাদের দেশে আসার কথা ছিলো। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার জানায়, সামাদ দীর্ঘ পাঁচ বছর ধরে মালয়েশিয়ায় শ্রমিকের কাজ করেন। রবিবার সরকারি ছুটির থাকায় বাংলাদেশ সময় ভোর ৭টায় শখের বসে জাল নিয়ে সমুদ্রের তীরে মাছ ধরার উদ্দেশ্য বের হন তিনি। সে সময় যাওয়ার পথে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই সামাদের মৃত্যু হয়।
জানা গেছে, দেশেই তার পরিবার নিহতের দাফন সম্পন্ন করতে চান। মালয়েশিয়া থেকে সামাদের মরদেহ বাংলাদেশে আনার জন্য সরকারের সহযোগিতা চান।