Logo
×

Follow Us

প্রবাস

কাদেরের হ্যাটট্রিকে রোমে মিষ্টি বিতরণ

Icon

ইতালি প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ১৪:৫৫

কাদেরের হ্যাটট্রিকে রোমে মিষ্টি বিতরণ

আওয়ামী লীগের নেতারা ইতালির রোমে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন। ছবি: ইতালি প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে ওবায়দুল কাদেরকে তৃতীয়বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন আওয়ামী লীগের সভা নেত্রী শেখ হাসিনা। আর এই খবর প্রকাশ হওয়ার পর থেকে বৃহত্তর নোয়াখালীর মানুষ উল্লাসে মেতে উঠেন। কারণ এর আগে এই দলের আর কেউ একটানা তিনবার সাধারণ সম্পাদক হতে পারেননি। 

ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো দায়িত্ব পেয়েছেন, এই খবর শোনার পরে দেশে যেমন ওবায়দুল কাদেরের ভক্তরা আনন্দ উল্লাস করেন তেমনি দেশের বাহিরেও সবাই আনন্দে মেতে উঠেন। 

এই আনন্দের খবর শুনে ইতালিতে অস্থানরত বৃহত্তর নোয়াখালী আওয়ামী লীগের নেতারা ইতালির রোমে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ বাবুল, উপদেষ্টা রেজাউল হক মিন্টু, ১নং সদস্য আবুল এহসান মিনু,  সহ-সভাপতি আবু নাসের, যুগ্ম সম্পাদক আরশাদ হোসেন, দপ্তর সম্পাদক দীন মোহাম্মদ দীনু, তথ্য ও গবেষণা সম্পাদক জায়দুল হক সোহেলসহ অন্যান্য নেতারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫