দুবাইয়ে থাকা ৪৫৯ বাংলাদেশির বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক

গোল্ডেন ভিসা পাওয়া দুবাইয়ের ৪৫৯ বাংলাদেশি নাগরিকের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গঠন করা হয়েছে তিন সদস্যের একটি অনুসন্ধান দল।

দুদকের অনুসন্ধান দলে আছেন তিন উপপরিচালক রাম প্রসাদ মণ্ডল, মো. আহসান উদ্দিন ও মো. ইসমাইল হোসেন। দুদকের একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

দুদকের কাছে থাকা সিএডিএসের তথ্য বলছে, বাংলাদেশে তথ্য গোপন করে দুবাইয়ে সম্পদ কিনেছেন ৪৫৯ বাংলাদেশি। ২০২০ সাল পর্যন্ত তাদের মালিকানায় সেখানে মোট ৯৭২টি জমি-বাড়ি কেনার তথ্য পাওয়া গেছে, কাগজে-কলমে যার মূল্য সাড়ে ৩১ কোটি ডলার। তবে প্রকৃতপক্ষে এসব সম্পত্তি কিনতে ক্রেতাদের অনেক বেশি ব্যয় করতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দুদক মনে করছে, অবৈধভাবে দেশ থেকে অর্থপাচার করে দুবাইয়ে বিনিয়োগ করেছেন এসব বাংলাদেশি নাগরিক। অনুসন্ধানে দুদক এসব বাংলাদেশি নাগরিক কারা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকাশ্যে-গোপনে বিপুল পরিমাণ মূলধন স্থানান্তরিত হচ্ছে দুবাইয়ে। এ অর্থ পুনর্বিনিয়োগে ফুলেফেঁপে উঠছে দুবাইয়ের আর্থিক, ভূসম্পত্তি, আবাসনসহ বিভিন্ন খাত।

যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ (সিএডিএস) গত বছরের মে মাসে তাদের গবেষণা প্রতিবেদনে উপসাগরীয় দেশগুলোতে মূলত পাচার করা অর্থ দিয়ে আবাসন সম্পদ কেনার বিষয়টি তুলে ধরলে বিষয়টি সামনে আসে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //