সোদি আরবের হাফার আল বাতেন প্রদেশস্ত ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। প্রায় আটশ প্রবাসী বাংলাদেশি ইফতার মাহফিলে অংশ নেন।
আজ সোমবার (১০ এপ্রিল) ফেনী প্রবাসী ফোরামের সভাপতি শহীদুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্বে ধর্মীয় আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনটির ধর্ম-বিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসেন।
উল্লেখ্য, ফেনী প্রবাসী ফোরাম নিজ জেলার আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি অসহায় প্রবাসীদের সহায়তা, প্রবাসীদের লাশ দেশে পাঠানো, অসুস্থ প্রবাসীদের চিকিৎসায় অর্থ সহায়তাসহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে।
এর আগে করোনার দুর্যোগের সময় ফেনী প্রবাসী ফোরামের পক্ষ থেকে নিজ জেলায় দিনমজুর, দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh