Logo
×

Follow Us

প্রবাস

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০৯:৪২

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

ইতালিতে প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে শাহীন শাহীলা (৩১) নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় দেশটির বাণিজ্যিক নগরী মিলানে এ দুর্ঘটনা ঘটে।

শাহীন শাহীলার গ্রামের বাড়ি চট্টগ্রামে। তিনি স্বামীসহ সপরিবারে ইতালিতে বেড়াতে গিয়েছিলেন।

জানা গেছে, শাহীলা তার স্বামী মো. শিবলীসহ সপরিবারে ইতালিতে বেড়াতে গিয়েছিলেন। পরে দেশটির বাণিজ্যিক নগরী মিলান থেকে সন্দ্রিয় যাওয়ার প্রবেশপথে প্রাইভেটকার এবং ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এসময় গাড়িতে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় পুলিশ বলেছে, প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫