Logo
×

Follow Us

প্রবাস

রানঅফে গড়াল মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন

Icon

মো. ওমর ফারুক খোন্দকার (মালদ্বীপ প্রতিনিধি)

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৬

রানঅফে গড়াল মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন

আট প্রার্থীর মধ্যে কেউই ৫০ শতাংশের বেশি ভোট পাননি। ছবি: প্রতিনিধি

মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচন দ্বিতীয় রাউন্ডে গড়িয়েছে। প্রধান দুটি রাজনৈতিক দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও আট প্রার্থীর মধ্যে কেউই ৫০ শতাংশের বেশি ভোট পাননি।

আগামী ৩০ সেপ্টেম্বরে পুনরায় শীর্ষ দুটি দলের মধ্যে একটি রানঅফ ভোটের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মালদ্বীপের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ফুয়াদ তৌফিক।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন স্থানীয় সময় শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকেই ভোটারদের কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট দিতে দেখা গেছে এবং সকাল ১০.৩০ মিনিটে জামালউদ্দিন স্কুলে বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মো. সোলিহ ও বিরোধীজোট প্রার্থী ড. মুইজ্জু তাজউদ্দিন স্কুলে ভোট দিয়ে উভয় জয়ের আশাবাদ ব্যক্ত করেন। তবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে কড়া নজর রাখছেন ভারত এবং চীন।

ভারত ও চীন এই দুই বৃহৎ প্রতিবেশীর প্রভাব বিস্তারের চেষ্টায় দেশটির অভ্যন্তরীণ রাজনীতির এক যুগের বেশি সময় ধরে টালমাটাল। দেশটির প্রধান দুটি দলসহ ৫টি রাজনৈতিক দল ও তিনজন স্বতন্ত্র প্রার্থী এই নির্বাচনে অংশ নিয়েছেন। প্রাথমিক ফলাফলে স্থানীয় সময় দিবাগত রাত ১টার বেসরকারিভাবে ক্ষমতাসীন এমডিপির প্রেসিডেন্ট মো. সোলিহর থেকে প্রধান বিরোধীদল পিপিএম-পিএনসি জোটের প্রার্থী ড. মো. মুইজ্জু ৭ শতাংশ ভোটে এগিয়ে আছেন।

উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও দুই একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। মালদ্বীপ ও ভিন্ন পাঁচটি দেশে মোট ৫৭৪টি ব্যালট বাক্সে ২ লাখ ৮২ হাজার ৩৯৫ জন ভোটারের মধ্যে মোট ভোট দিয়েছেন ৭৫ শতাংশ ভোটার।

আগের দিন রাতে বিরোধীদলগুলো অভিযোগ করেছিলেন নির্বাচন কমিশন সরকারের পক্ষে কাজ করছে এবং গণমাধ্যমের মুখ চেপে ধরা হয়েছে বলেও সমালোচনা করেন। তারা বলেন, নির্বাচনে ভোট দেওয়ার জন্য কিছু ভারতীয় নাগরিককে নিবন্ধিত করা হয়েছে। এমন অভিযোগ উড়িয়ে দেন নির্বাচন কমিশন।তিনি বলেন, এর কোনো ভিত্তি নেই এবং বিদেশি প্রভাবমুক্ত নির্বাচন হয়েছে।

এই বছর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশসহ মোট ৪০টিরও বেশি সদস্য দেশ পর্যবেক্ষণে ছিলেন। 

মালদ্বীপের নির্বাচনীয় পর্যবেক্ষক বাংলাদেশের প্রতিনিধিত্বকারি ইএমএফ চেয়ারম্যান অধ্যাপক মো. আবেদ আলী বলেন, মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের সুষ্ঠু অগ্রগতির প্রমাণ হিসাবে ভোট কেন্দ্রে সময়ানুবর্তী ভোট শুরুর দিকে ইঙ্গিত করেন।

তিনি বলেন, এটা আগের নির্বাচনে দেখা যায়নি। আমরা ভোট গ্রহণের পর্যন্ত ভোটকেন্দ্র পরিচালনায় কোনো উল্লেখযোগ্য অস্থিরতা বা অসুবিধা পায়নি। এই নির্বাচন থেকে আমাদেরও অনেক কিছু শিক্ষনীয় রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫