যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৫ম বাংলাদেশ সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) নিউইয়র্কের লার্গোডিয়া ম্যারিয়ট হোটেলে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ড. আবু জাফর মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, ফোবানার নামে তারা প্রবাসে গোটা জাতিকে বিভক্ত করেছে। এতে তারা কি আনন্দ পেয়েছে জানি না। তবে আমেরিকায় বাংলাদেশিদের বিভক্তির রূপ দেখানোর জন্যই ছয়টি ফোবানার অনুষ্ঠান হয়েছে। রাজনীতির নামে গোটা জাতিকে বিভক্ত করা হয়। এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যার জন্য লেলিয়ে দেয়। একইভাবে প্রবাসে আমরা বিভক্ত হয়েছি। এতে আমরা গৌরবের কাজ করছি না।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান কমিউনিটি বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, আবু তালেব চান্দু, সংগীত শিল্পী সেলিম ইব্রাহিম, শাহ মাহবুব, প্রিয়া ডায়েস, সাংবাদিক আদিত্য শাহিন ও কানু দত্ত।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মেলার উদ্যোক্তা ও শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, প্রবাসীদের মধ্যে আমরা ভেদাভেদ দেখতে চাই না। কোনো রাজনৈতিক দলের নামে এ বাংলাদেশ সম্মেলন নয়। ঐক্যের চেতনা থেকেই বাংলাদেশ কনভেনশন ৫০ বর্ষে পা রাখল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : যুক্তরাষ্ট্র নিউইয়র্ক বাংলাদেশ সম্মেলন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh