হেলিকপ্টারে বাড়ি ফিরলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী

দক্ষিণ আফ্রিকা থেকে থেকে বিমানবন্দরে এসে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন নোয়াখালীর সোনাইমুড়ীর এক প্রবাসী। এসময় তার সঙ্গে ছিলেন মা রোকেয়া বেগম ও ছেলে আবদুলাহ আল জাবেদ। তাদের এমন অবতরণ দেখতে ভিড় জমান হাজার উৎসুক জনতা।

প্রবাসী আবদুল করিম মামুন উপজেলার আমিশা ইউনিয়নের আবির পাড়ার বাসিন্দা।  

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন স্কুল মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। এসময় স্থানীয় এলাকাবাসী মামুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

প্রবাসী মামুন বলেন, আমি দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকার একটি শহরে ব্যবসা করে আসছি। দেশে প্রতি আমাদের অনেক ভালোবাসা। প্রবাসী হেলিকপ্টার অনলাইনে অফার পেয়ে এ সুযোগ গ্রহণ করে এভাবে বাড়ি আসা। আগামী কিছু দিন এলাকায় থাকবো। রেমিটেন্সযোদ্ধা হিসেবে আবার প্রবাসে পাড়ি দিব। 

এসময় আরো উপস্থিত ছিলেন- আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন  প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, প্রবাসীর বড় ভাই ইসমাইল হোসেন টিটু প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //