ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ এএম
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৩ এএম
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ এএম
ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৩ এএম
ইতালিতে তাজা হিমায়িত পণ্যের জন্য বিখ্যাত কোচ (koch) কোম্পানিতে কর্মরত কয়েক শতাধিক কর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে এই উপলক্ষে কোম্পানি থেকে কর্মীদের জন্য ডিনার পার্টি আয়োজন করে মালিকপক্ষ, সেই সাথে গত এক বছরে কোম্পানিতে সব চেয়ে ভালো কাজ করা কর্মীদের পুরষ্কার দেয়া হয়।
প্রবাসী বাংলাদেশিদের ভালো কাজের জন্য কোম্পানির মালিকপক্ষ বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। কোচ কোম্পানি ১৯৮০ সালে ইতালির বোলজানোতে পিটার গোজার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলো এবং এখনও এটি হিমায়িত খাবারের একটি গর্বিত প্রতিষ্ঠান।
কোচের বিখ্যাত ফুড গুলোর মধ্যে রয়েছে- পিৎজা, পাস্তাসহ অন্যান্য পণ্য। কোচ কোম্পানি পাইকারি বাণিজ্যের সেক্টরে কাজ করে এবং সেই সাথে খুচরা চেইনে অভ্যন্তরীণ এবং বিদেশে কাজ করে।
কোচ (koch) কোম্পানির গুণগত মানের জন্য অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, নরওয়ে, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, স্পেন, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, জাপান এবং আমেরিকায় এর শাখা রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ইতালি ফ্রোজেন ফুড কোচ কোম্পানি মিলনমেলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh