আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৯ পিএম
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৩ পিএম
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৯ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৩ পিএম
থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষু ছদ্মবেশী ৭ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) থাইল্যান্ডের গণমাধ্যম দ্য থাইগার জানিয়েছে, ইমিগ্রেশন-সংক্রান্ত যাচাইবাছাই এড়াতে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশ ধরে সাত বাংলাদেশি।
খবরে বলা হয়, বেনামি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে থাইল্যান্ডের সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা সবাই পুরুষ। তারা মালয়েশিয়া যেতে চেয়েছিলেন। তাদের সবার মাথা কামানো। পরনে ছিল বৌদ্ধ ভিক্ষুর পোশাক। স্থানীয় লোকজনের সঙ্গে মিশে গিয়ে কর্তৃপক্ষের চোখ এড়াতে তারা এই কৌশল নিয়েছিলেন।
কর্তৃপক্ষ জানায়, দলটি বাংলাদেশ থেকে ভ্রমণ শুরু করে মিয়ানমার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করে বলে অনুসন্ধানে জানা গেছে। তাদের বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : থাইল্যান্ড বৌদ্ধ ভিক্ষু বাংলাদেশি গ্রেপ্তার
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh