Logo
×

Follow Us

প্রবাস

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের যুবক নিহত

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ১০:৫৬

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের যুবক নিহত

মামুন যুবায়ের। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মামুন যুবায়ের (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে জোহর বারু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যুবায়েরের বাড়ি যশোরের শার্শা উপজেলার বলিদাহ গ্রামে। তার বাবার নাম রুহুল আমিন।

মামুনের চাচা বাকি বিল্লাহ জানান, ছয় মাস আগে মামুন মালয়েশিয়ায় গিয়েছিলেন। সেখানে তিনি ট্রাক চালাতেন। মালপত্র বোঝাই ট্রাক নিয়ে গন্তব্যে যাওয়ার সময় দুর্ঘটনায় মামুন নিহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা বলেন, মামুনের মরদেহ জোহর বারুর একটি হাসপাতালে রাখা আছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম বলেন, নিহত যুবকের পরিবারের সদস্যরা মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫