
উদ্ধার হওয়া বাংলাদেশী। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার বন্দরনগরী কেলাং প্রদেশে অভিযান চালিয়ে ২১ বাংলাদেশিকে হেফাজতে নিয়েছে দেশটির ইমিগ্রেশন পুলিশ বিভাগ।
আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম)। তবে ওই ২১ বাংলাদেশী শ্রমিক কোন কোম্পানির অধীনে কাজ নিয়ে মালয়েশিয়ায় এসেছেন এবং শ্রমিকদের নাম পরিচয় বিস্তারিত প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ জানিয়েছে, শোষণের শিকার ওই ২১ বাংলাদেশী শ্রমিকদের সবার কাছে বৈধ ওয়ার্ক পারমিট, কাগজ-পত্র ও ট্রাভেল ডকুমেন্টস রয়েছে। কিন্তু তাদের সবার পাসপোর্ট নিয়োগকর্তার কাছে জমা থাকে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই অভিযোগটি হিউম্যান ট্রাফিকিং বা মানবপাচারবিরোধী আইনের ধারায় মামলা দায়েরপূর্বক অভিযোগ গঠন প্রক্রিয়াধীন রয়েছে। যথাযত তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য ২১ বাংলাদেশী শ্রমিককে পুত্রাজায়ায় ইমিগ্রেশন সদর দফতরে নেয়া হয়েছে। তবে তাদেরকে আটক বা সেইফ হোমে নেয়া হবে কি না এ বিষয়ে কিছু জানা যায়নি।