Logo
×

Follow Us

প্রবাস

অনুপ্রবেশের দায়ে ত্রিপুরায় আটক ১৬ বাংলাদেশি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৪, ১০:৩০

অনুপ্রবেশের দায়ে ত্রিপুরায় আটক ১৬ বাংলাদেশি

আটককৃত বাংলাদেশি। ছবি: সংগৃহীত

ভারতের ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে পাঁচ শিশু ও দুই নারীসহ মোট ১৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে দুইটি পৃথক অভিযানে ধরা পড়ে তারা।

তাদের কাছ থেকে টিকেট, বাংলাদেশ সরকারের কোভিড টিকা দেওয়ার নথি এবং কিছু বাংলাদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। 

জানা গেছে, তিন বছর আগে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে প্রবেশ করেছিলো তারা। এরপর চাকরির সন্ধানে চলে যায় বেঙ্গালুরু। আরও কয়েকটি রাজ্য ঘুরে সম্প্রতি বাংলাদেশে ফেরার উদ্দেশে আবার যায় পশ্চিমবঙ্গে। আগাম তথ্যের ভিত্তিতে আমবাসার একটি বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। আমবাসা রেল স্টেশন থেকে আটক করা হয় দুই শিশুসহ আরও ৫ জনকে। বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে আটককৃতদের। তাদের সবার বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫