আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গকারীদের ধরতে সৌদি আরবে সারা বছরই অভিযান অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে ৯৯ শতাংশই দুই দেশের নাগরিক।
আজ রবিবার (১ সেপ্টেম্বর) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এই খবর প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২০ হাজার ৭১৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ২৪৮ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৬৮৮ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৭৮২ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন ৭৪৪ জন। তাদের মধ্যে ইয়েমেনের নাগরিক ৩৭ শতাংশ, ইথিওপিয়ার ৬২ শতাংশ এবং অন্যান্য দেশের ১ শতাংশ নাগরিক রয়েছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সৌদি আরব অবৈধ অভিবাসন ইয়েমেন ইথিওপিয়া
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh