নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৯:৪০ পিএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৪, ০৯:৪০ পিএম
লেবাননে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরতে জরিমানা ফি মওকুফ করা হয়েছে। ফলে বাংলাদেশিরা ভিসা ছাড়াই ফিরতে পারবে। আজ শুক্রবার (১৮ অক্টোবর) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, লেবাননে অনিয়মিত কর্মীদের বহির্গমন ভিসা পাওয়ার ক্ষেত্রে বছর অনুযায়ী যে আর্থিক জরিমানার বিধান রয়েছে। তবে সেটি যুদ্ধাবস্থার অসুবিধার কথা বিবেচনা করে দূতাবাসের বিশেষ উদ্যোগে মওকুফ করার ব্যবস্থা করা হয়েছে।
এর আগে বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছিল, লেবানন থেকে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরতে জরিমানা ফি দিতে হবে।
এছাড়া বহির্গমন ভিসার ক্ষেত্রে যে ভিসা প্রক্রিয়াকরণ ফি নির্ধারণ করা আছে, তা বাংলাদেশ দূতাবাসের অনুরোধে অর্ধেক করার বিষয়ে লেবানন কর্তৃপক্ষ সম্মত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে অনিয়মিত প্রবাসীদের চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে দেশে প্রত্যাবর্তন করতে ইচ্ছুক হলে ভিসা প্রক্রিয়া ফি হিসেবে জেনারেল সিকিউরিটি দপ্তরে (আমলনামা) ৫৫ মার্কিন ডলার জমা দিতে হবে। এ বিষয়ে দূতাবাস প্রয়োজনীয় সহায়তা করবে।
লেবাননে চলমান অবনতিশীল যুদ্ধ পরিস্থিতির বিবেচনায় যেসব অনিয়মিত প্রবাসীদের মেয়াদসহ মূল পাসপোর্ট আছে এবং স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী হয়ে ইতোমধ্যে নির্দিষ্ট ফরম পূরণ করে দূতাবাসে আবেদন করেছিলেন, তাদের মূল পাসপোর্টসহ ১৮, ১৯ ও ২০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১টায় দূতাবাসের অস্থায়ী কনস্যুলার ও কল্যাণ সেবা কেন্দ্রে (মাদ্রাফ স্কেন-ডলফিন সেন্টার বিল্ডিং-চতুর্থ তলা, রাউশি, নর্থ বৈরুত) উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত সময়ের মধ্যে মূল পাসপোর্ট জমা করতে ব্যর্থ হলে দূতাবাসের ব্যবস্থাপনায় বিমানে করে নিকটবর্তী সময়ে দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে না।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh