চট্টগ্রামে জহুর হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯, ০৮:৫৭

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ শনিবার ভোর পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি স্টেশনের ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, আগুন লাগার খবর পেয়ে ১৫টি ইউনিট পাঠানো হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানানো হবে বলে জানান তিনি।