Logo
×

Follow Us

আফ্রিকা

নাইজেরিয়ায় তেলের ট্রাক বিস্ফোরণে নিহত ৪৮

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১

নাইজেরিয়ায় তেলের ট্রাক বিস্ফোরণে নিহত ৪৮

দুর্ঘটনা কবলিত তেলের ট্রাক। ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় জ্বালানির ট্রাক বিস্ফোরণে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর)  নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

মূলত জ্বালানির ট্রাকটির সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এরপর সেটি বোমার মতো বিস্ফোরণ ঘটে।

নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, জ্বালানির ট্রাকের সঙ্গে অন্য যে ট্রাকের সংঘর্ষ ঘটে সেটিতে করে গবাদি পশু ও সাধারণ মানুষ পরিবহন করা হচ্ছিল। বিস্ফোরণের পর আশপাশে থাকা গাড়িতে আগুন ধরে যায়।

জরুরি ব্যবস্থা এজেন্সির মুখপাত্র হুসেইনি ইব্রাহিম বলেছেন, দুর্ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থলের পরিস্থিতি নিরূপণে কাজ চলছে বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫