Logo
×

Follow Us

আফ্রিকা

লিবিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশিদের হত্যার মূল হোতা নিহত

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ জুন ২০২০, ১৪:৫৭

লিবিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশিদের হত্যার মূল হোতা নিহত

খালেদ আল মিশাই

লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসীকে হত্যার মূল হোতা খালেদ আল মিশাই ঘারিয়ানে এক ড্রোন হামলায় নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২ জুন) রাজধানী ত্রিপোলি থেকে ৮০ কিলোমিটার দূরের ওই শহরে লিবিয়া বিমান বাহিনীর ড্রোন হামলায় মারা যান হাফতার মিলিশিয়া বাহিনীর অন্যতম সদস্য খালেদ মিশাই।

লিবিয়ার ইংরেজি দৈনিক দি লিবিয়া অবজারভার এক টুইটে এ তথ্য জানিয়েছে।

পত্রিকাটি লিখেছে, খালেদ মিশাই হাফতার জঙ্গিগোষ্টির সদস্য ছিলেন। গারিয়ান অঞ্চলে লিবিয়ার বিমানবাহিনীর ড্রোন হামলায় মঙ্গলবার তিনি মারা যান। মিজদাহ শহরে ২৬ বাংলাদেশি ও ৪ আফ্রিকার অভিবাসী হত্যার ঘটনায় খালেদ মিশাই অভিযুক্ত ছিলেন।

লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমান বাহিনীর হামলায় জঙ্গিদের নয়টি গাড়ি গুড়িয়ে দেয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় লিবিয়ায় মোট পাঁটি ড্রোন হামলা চালিয়েছে সেদেশের সরকার।

বিমান বাহিনীর মুখপাত্র মোহাম্মদ কানুনু একটি বিবৃতিতে জানিয়েছেন, হাফতার জঙ্গিগোষ্ঠীর মোট ১২ সদস্যকে হত্যা করা হয়েছে।

গত বুধবার লিবিয়ার অপহরণকারীদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশ ও সুদানের অভিবাসনপ্রত্যাশীরা স্থানীয় এক অপহরণকারীকে মেরে ফেলে। এর জেরে পরদিন মিলিশিয়ারা নির্মমভাবে বাংলাদেশের ২৬ জন অভিবাসীকে হত্যা করে। আহত হয় আরো ১১ বাংলাদেশি। একই হামলায় লিবিয়ার মিলিশিয়াদের হাতে প্রাণ হারান আরো চার সুদানি নাগরিক।

আল জাজিরা ও মিডল ইস্ট আইয়ের খবরে জানানো হয়, ত্রিপোলি থেকে ৮০ কিলোমিটার দূরের কৌশলগত পার্বত্য শহর ঘারিয়ানের দখল নিতে লিবিয়ার অন্তর্বর্তী সরকার জিএনএর সঙ্গে ফিল্ড মার্শাল খলিফা বেলকাশিম হাফতারের মিলিশিয়া বাহিনীর তুমুল লড়াই চলছে। গত কয়েক দিনের ওই লড়াইয়ে হাফতার মিলিশিয়াদের ওপর ড্রোন হামলা চালাচ্ছে লিবিয়ার বিমান বাহিনী। গত কয়েকদিনের লড়াইয়ে দুই পক্ষের অনেক লোক হতাহত হয়েছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫